চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে বিপাকে ভারত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ১১:২৬ এএম
চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে বিপাকে ভারত

আইপিএল নিয়ে মাতামাতির মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তি বাড়ছে। বেশির ভাগ দেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিলেও ভারত এখনও তা করেনি। কবে নির্বাচনী বৈঠক হতে পারে, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি এখনও।

বিরাট কোহালিদের বোর্ডের মধ্যে একাংশ চায়, লভ্যাংশ কমিয়ে দেওয়া হলে আইসিসি-র বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নেওয়া হোক। সেক্ষেত্রে জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের সিদ্ধান্তের পক্ষে রয়েছেন এই সব কর্তারা। 

এদের মধ্যে অবশ্য শ্রীনিবাসনের অনুগামীদের সংখ্যা বেশি। আবার শ্রীনির বিরোধী পক্ষ চায় না, এমন কোনও কট্টরপন্থা নিতে। বোর্ডের পরিচালনের দায়িত্বে থাকা পর্যবেক্ষকরাও জানিয়েছেন, খেলাকে বন্ধ করে কোনও প্রতিবাদে বিশ্বাসী নন তাঁরা। সোমবারেই আইসিসি বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে বোর্ডের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন শ্রীনি-ঘনিষ্ঠ সচিব অমিতাভ চৌধুরি। সভার আগের খবর, ভারতের দাবি অনুযায়ী ২১ শতাংশ লভ্যাংশ দেবে না শশাঙ্ক মনোহরের আইসিসি। তারা ১৫ শতাংশ লভ্যাংশ দিতে চায়।  ভারতীয় বোর্ড ২১ শতাংশের দাবিতে অনড় থাকে, সেটাই এখন দেখার।

 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর