ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে মিরাজের কৌশল


প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ০৮:০০ পিএম
ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে মিরাজের কৌশল

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দারুন অভিষেক হয়েছিল মেহেদী মিরাজে। অভিষিক্ত ম্যাচেই বাজিমাত।  এর পর থেকেই আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন তিনি।  জাতীয় দলে হচ্ছেনও নিয়মিত। 

এতদিন শুধু অফস্পিনার হিসেবে পরিচয় থাকলেও এখন অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেছেন মিরাজ। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের লক্ষ্য নিয়ে মিরাজ বলেন, ‘আমি ওখানে শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়েও ভালো করার চেষ্টা করব। সম্প্রতি আমার ব্যাটিংটা মোটামুটি ভালো হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার। দল যেভাবে চাইবে আমি সেভাবেই খেলব।

তিনি এও বলেন, ইংল্যান্ডের কন্ডিশনে উইকেট পাওয়া মোটেও সহজ হবে না। নিয়মিত ঠিক জায়গায় বল করতে হবে। তাতে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করা যাবে।

প্রসঙ্গত, আগামী বুধবার রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি। 

খেলা বিভাগের আরো খবর