রোমাঞ্চকর জয়ে সেমিতে মরিনহোর শিষ্যরা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৭, ১১:১৮ এএম
রোমাঞ্চকর জয়ে সেমিতে মরিনহোর শিষ্যরা

ইউরোপা লিগের শেষ আটের প্রথম পর্বের ম্যাচে ড্র করায় কিছুটা সেমিতে জায়গা নিয়ে কিছুটা শঙ্কায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ঘরের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে মার্কাস রাশফোর্ডের গোলে আন্ডারলেখটের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় নিয়েই শেষ চার নিশ্চিত করেছে মরিনহোর শিষ্যরা।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন হেনরিক মাখিতারিয়ান। রাশফোর্ডের পাস থেকে জোড়াল শটে বল জালে জড়ান আর্মেনিয়ার এই মিডফিল্ডার। তবে ম্যাচের ৩২ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান সোফিয়ান হান্নি।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে খেললেও  প্রথম পনেরো মিনিটে গোলের দেখা পায়নি কেউই। ১০৭ মিনিটের মাথায় স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসিয়ে নায়ক বনে যান ১৯ বছর বয়সী রাশফোর্ড। পুরো ম্যাচ জুড়ে আলো ছড়ান এ উঠতি ইংলিশ ফরোয়ার্ড।

গো নিউজ ২৪

খেলা বিভাগের আরো খবর