আইপিএল আয়োজনে কত টাকা করে পাবে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু


প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৯:৪৪ পিএম
আইপিএল আয়োজনে কত টাকা করে পাবে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু

এক সপ্তাহ পরই শুরু হয়ে যাচ্ছে আইপিএলের দশম আসর। ভারতের ১০টি শহরে হবে আইপিএলের ম্যাচ। রাজ্য সংস্থাগুলিকে ম্যাচ আয়োজনের জন্য টাকা দেওয়ার কাজ শুরু করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ম্যাচ পিছু ৬০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম ম্যাচের আগেই এই টাকা রাজ্য সংস্থাগুলির হাতে পৌঁছে দিতে ভারতের বোর্ড তৎপর। কিছুদিন আগেই বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা বোর্ডের প্রশাসক কমিটির কাছে টাকার ব্যাপারে তদ্বির করেছিল। তাই বর্ডার–গাভাস্কার ট্রফি শেষ হতেই বোর্ডও টাকা দিতে প্রস্তুত।

কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু পাবে ৪ কোটি ২০ লক্ষ টাকা করে। কারণ ৭টি ম্যাচ হবে ইডেন গার্ডেনে, ফিরোজ শা কোটলা এবং চিন্নাস্বামীতে। সবচেয়ে কম ম্যাচ রয়েছে কানপুরে। মাত্র ২টি। তারা পাবে ১ কোটি ২০ লাখ।

বৃহস্পতিবার বোর্ডের প্রশাসক কমিটির বৈঠকে হাজির ছিলেন বিনোদ রাই এবং ডায়না এডুলজি। রামচন্দ্র গুহ এবং বিক্রম লিমায়ে সভায় ছিলেন না। সভা শেষে বিনোদ রাই বলেছেন, ‘‌দ্রুত রাজ্য সংস্থাগুলির কাছে ফান্ড পৌঁছে দিতে চাইছি। আইপিএলের দামামা বেজে গেছে। টাকার জন্য কোনও কাজ যাতে আটকে না থাকে, সেদিকে নজর রেখে চলেছি আমরা।’‌  ‌‌

গো নিউজ২৪/ঈফ 

খেলা বিভাগের আরো খবর