সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের দলে আসছে পরিবর্তন!


প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০২:৫৬ পিএম
সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের দলে আসছে পরিবর্তন!

ডাম্বুলায় লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিলো টাইগাররা। উইনিং কম্বিনেশন ধরে রাখতে দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে মাঠে নেমেছিলো মাশরাফি বাহিনী।

তবে আগামী ১লা এপ্রিল কলম্বোর সিংহলিজ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমনটাই আভাস দিয়েছেন। সেক্ষেত্রে দলে একজন বোলিং অলরাউন্ডারকে রাখা হতে পারে বলে জানান সাবেক এই অধিনায়ক।

দলে একটি পরিবর্তন আসতে পারে জানিয়ে নান্নু বলেন, ‘যদিও এখনই এটা বলা মুশকিল। তবে আমরা চাচ্ছি শেষ ম্যাচে একটা পরিবর্তন আনতে। আমরা একজন বোলিং অলরাউন্ডারকে নিতে পারি।’

এর আগে তৃতীয় ম্যাচটি খেলতে বুধবার স্থানীয় সময় বেলা প্রায় ৩টায় কলম্বোতে পৌঁছেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

উল্লেখ্য তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো। ফলে প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। ১লা এপ্রিলের ম্যাচটি তাই টাইগারদের জন্য সিরিজ নিজেদের করে নেয়ার ম্যাচ। অন্যদিকে লঙ্কানরা চাইবে এই ম্যাচটি জিতে ১-১ এ সিরিজ ড্র করতে।

বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, মিরাজ, সানজামুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।

গো নিউজ২৪/এজে

খেলা বিভাগের আরো খবর