র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠা হল না টাইগারদের


প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ১১:৩৯ এএম
র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠা হল না টাইগারদের

স্পোর্টস ডেস্ক: চলমান শ্রীলঙ্কা সিরিজে স্বাগতিকদের ৩-০তে হারাতে পারলেই আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথম বারের মত ছয়ে উঠতে পারতো বাংলাদেশ দল। কিন্তু গতকাল ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার র‍্যাঙ্কিংয়ে আর ছয়ে ওঠা হচ্ছে না বাংলাদেশ দলের।

টাইগাররা এই সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াস করতে পারলে শ্রীলঙ্কার পয়েন্ট নেমে দাঁড়াতো ৯৬ তে। তার ফলে বাংলাদেশেরও সমান পয়েন্ট হতো। ফলে তখন হিসেবটা হতো ভগ্নাংশের ব্যবধানে। সেক্ষেত্রে দশমিক পয়েন্টে যদি বাংলাদেশ এগিয়ে থাকতো তবে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে উঠে আসতো টাইগাররা।

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পরও যদি বাংলাদেশ দল ২-০ তে সিরিজ জিতে তবে টাইগারদের র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট দাঁড়াবে ৯৫।

আর যদি মাশরাফি বাহিনী সিরিজের শেষ ম্যাচ হেরে ১-১ সমতায় শেষ করে তবে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৯২ তে। যার ফলে আইসিসির র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি কলম্বোর এসএসসি স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্টিত হবে আগামী ১লা এপ্রিলে।

খেলা বিভাগের আরো খবর