চান্দিমাল-মেন্ডিজের বিদায়ে কিছুটা স্বস্তি টাইগার শিবিরে


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০১৭, ০৬:১৭ পিএম
চান্দিমাল-মেন্ডিজের বিদায়ে কিছুটা স্বস্তি টাইগার শিবিরে

ঢাকা: ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে লঙ্কান শিবিরে প্রথম আঘাতটি হেনেছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।

২.৩ ওভারে মাশরাফির বলে সজোরে হাঁকিয়েছিলেন লঙ্কান ওপেনার গুনাথিলাকা। বল চলে যায় অনেক উপরে। উইকেটের পেছনে থাকা মুশফিক দৌড়ে গিয়ে ক্যাচটি নেন ঝাঁপিয়ে পড়ে। ১১ বলে এক চারে নয় রান করেন গুনাথিলাকা। 

শুরুর ধাক্কা সামলে নেয় অবশ্য দ্বিতীয় উইকেট জুটি। যেখানে সাবলিল ব্যাট করেছেন অধিনায়ক উপল থারাঙ্গা ও কুশল মেন্ডিজ। এই জুটি বেশ আতঙ্ক ছড়ায় বাংলাদেশ শিবিরে। শেষ পর্যন্ত নাটকীয় এক নো বলে এই জুটি বিচ্ছিন্ন হয়। 

২৪.৪ ওভারে নো বল করেন মুস্তাফিজুর রহমান। কিন্তু রান নিতে গিয়ে বিপদে পড়েন অধিনায়ক উপল থারাঙ্গা। রিয়াদের সরাসরি থ্রো স্ট্যাম্পে আঘাত হানে। ৭৬ বলে নয় চারে ৬৫ রান করে সাজঘরে ফেরেন থারাঙ্গা। দ্বিতীয় এই উইকেট জুটিতে আসে ১১১ রান। ্

তৃতীয় উইকেট ‍জুটিতে বাংলাদেশ শিবিরকে হতাশ করেন মেন্ডিজ ও চান্দিমাল। এই জুটি থেকে আসে ৮৩ রান। এরই মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান কুশল মেন্ডিজ। শেষ অবধি এই জুটি বিচ্ছিন্ন করেন পেসার মুস্তাফিজুর রহমান। ২৪ রান করা চান্দিমাল এলবির শিকার। শ্রীলঙ্কার দলীয় স্কোর তখন ২১২।

চান্দিমালের বিদায়ের পর সোজা হতে পারেনি শ্রীলঙ্কা। পাল্টা তাসকিন আহমেদের আঘাত। ১০২ রান করা কুশল মেন্ডিজ কে আউট করেন তাসকিন। নিজের বলে নিজেই ক্যাচ নেন তাসকিন দক্ষতার সঙ্গে, ৩৭.৪ ওভারে। ১০৭ বলের ইনিংসে কুশল হাঁকিয়েছেন নয়টি চার ও একটি ছক্কার মার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ২১৬ রান।  

বাঁচন-মরণ ম্যাচে এই ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। সেরা একাদশে সুযোগ পেয়েছেন নুয়ান কুলাসেকারা, নুয়ান প্রদীপ এবং দিলরুয়ান পেরেরা। এই ত্রয়ীকে জায়গা করে দিতে বাদ পড়েছেন লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা এবং সচিথ পাতিরানা।

বাংলাদেশ অবশ্য উইনিং কম্বিনেশন ভাঙেনি। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে মাশরাফি বাহিনী।  প্রথম ম্যাচে ৯০ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

গোনিউজ২৪/এমএস

খেলা বিভাগের আরো খবর