টেস্ট নয়, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় অস্ট্রেলিয়া


প্রকাশিত: মার্চ ২৬, ২০১৭, ০৯:৫৬ পিএম
টেস্ট নয়, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলতে চায় অস্ট্রেলিয়া

চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু নতুন খবর হচ্ছে তারা টেস্ট সিরিজ নয়, ওয়ানডে খেলতে আগ্রহী।

চলতি বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। তার আগে ঈদুল আজহার বন্ধে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চায় তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার ডাম্বুলাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সবসময়ই কথা হচ্ছে। ওরা আমাদের কাছে সময় চেয়েছে। ভারত সিরিজের ফাঁকে ওরা কিছু করতে চাইছে। খেলতে চাইছে ওয়ানডে। ঈদে পাঁচ দিনের গ্যাপ আছে, ওই সময়টায় ওরা বসে থাকতে চায় না। আমরা বলেছি যে, (সেপ্টেম্বরের) ৪ তারিখে হলে আমাদের আপত্তি নেই।’

এদিকে দেশের বতর্মান অবস্থা সন্তোষজনক উল্লেখ্য করে পাপন বলেছেন, ‘এ ধরনের সন্ত্রাসী হামলা ইংল্যান্ডে হয়েছে। অনেক জায়গায়ই হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশে কোনও দল আসলে যে নিরাপত্তা দেওয়া হয়, সেটা পৃথিবীর কোথাও দেওয়া হয় না। আর আমি মনেপ্রাণে বিশ্বাস করি বাংলাদেশের ১৬ কোটি মানুষ ক্রিকেটের ভক্ত, বাংলাদেশের মানুষ এমন কিছু করবে না।’

খেলা বিভাগের আরো খবর