যে কারণে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলংকা


প্রকাশিত: মার্চ ২৬, ২০১৭, ০৮:১৭ পিএম
যে কারণে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলংকা

ডাব্বুলায় গতকালের ম্যাচে টস জিতে কেন ফিল্ডিং নিয়েছে শ্রীলংকা সেটি নিয়ে জোর সমালোচনা চলছে দেশটির ক্রিকেট মহলে। অনেকেই এজন্য দুষছেন টিম ম্যানেজমেন্টকে। তারা মনে করছেন, আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশকে রানের পাহাড়ে চড়ার সুযোগ দিয়েছে স্বাগতিকরা।

তবে শ্রীলংকা কেন টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন দলটির অন্যতম সেরা ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চান্দিমাল জানিয়েছেন, ‘ডিউ-ফ্যাক্টর’ বা কুয়াশার সুবিধাকে কাজে লাগাতেই তাদের এই সিদ্ধান্ত ছিলো। সেই সাথে এই মাঠের অতীত রেকর্ড চিন্তায় রেখেছিলেন তারা।

চান্দিমাল বলেন, ‘আগে ব্যাট করার ছিলো সম্মিলিত দলীয় সিদ্ধান্ত। গত দুই দিন এই মাঠে সন্ধ্যার পর কুয়াশা পড়েছে। কুয়াশার সুবিধা কাজে লাগাতে আমরা বাংলাদেশকে ব্যাট করতে পাঠাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ(গতকাল) কোন কুয়াশা পড়েনি মাঠে। যে কারণে আমাদের কৌশল কাজে আসেনি’।

প্রসঙ্গত কুয়াশার কারনে স্পিনারদের বল ধরতে এবং সুবিধামত ডেলিভারী দিতে সমস্যা হয়। বল ভেজা থাকলে টার্নও হয় না। এ কারণে প্রায়ই দেখা যায় দিবা-রাত্রীর ম্যাচে টস জেতা দলটি আগে বোলিং করতে চায়।
এছাড়া ডাম্বুলার এই মাঠে আগে ব্যাট করা দলের হারার রেকর্ড বেশি। এ পর্যন্ত ২৬ ওয়ানডেতে আগে ব্যাট করা দল হেরেছে, জিতেছে ২২টিতে।

পরাজয়ের জন্য খেলোয়াড়ের দায়িত্বহীনতা বিশেষ করে মিস ফিল্ডিংকে দায়ী করেন চান্দিমাল। পরবর্তী দুই ম্যাচে ভালো করার আশাবাদও ব্যক্ত করেন।

খেলা বিভাগের আরো খবর