আফ্রিদির ৭ বছর আগের রেকর্ড ভাঙলেন তামিম


প্রকাশিত: মার্চ ২৬, ২০১৭, ১০:২০ এএম
আফ্রিদির ৭ বছর আগের রেকর্ড ভাঙলেন তামিম

২০১০ সালের ২১ জুন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে নিয়ে এশিয়া কাপ টুর্নামেন্ট। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৩৮৫ রান সংগ্রহ করে। পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি একাই বাংলাদেশের বোলারদের হতাশায় ডোবান। ৬০ বলে ১৭ চার ও ৪ ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেন ‘বুমবুম’ আফ্রিদি।

দীর্ঘ ৭ বছর ধরে আফ্রিদির বিধ্বংসী ইনিংসটি ছিল ওয়ানডেতে ডাম্বুলার এ মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তামিম ইকবাল ২৪৬৯ দিন পর আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন।

লাহিরু কুমারার বলে লং অনে গুনাথিলাকার হাতে ক্যাচ দেওয়ার আগে তামিম ইকবাল করেছেন ১২৭। ১৪২ বলে ১৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের অষ্টম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়।

তামিমের এই ইনিংসের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় সর্বোচ্চ রান তুলেছে বাংলাদেশ। আজ ডাম্বুলায় ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৩২৪।  এর আগে ২০০৬ সালের ৭ অক্টোবর মোহালিতে ৯ উইকেটে ২৬৫ রান করেছিল বাংলাদেশ।

আজ বাংলাদেশের ৩২৪ রান এ মাঠে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। সর্বোচ্চ পাকিস্তানের ওই ৩৮৫। তৃতীয় সর্বোচ্চতেও জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তবে ২০১০ সালে সে ম্যাচে বাংলাদেশ ছিল প্রতিপক্ষ দলে, স্বাগতিক শ্রীলঙ্কা করেছিল ৪ উইকেটে ৩১২।

খেলা বিভাগের আরো খবর