পাওলিনহোর হ্যাটট্রিকে ব্রাজিলের গোল বন্যা


প্রকাশিত: মার্চ ২৪, ২০১৭, ০৬:৫৮ এএম
পাওলিনহোর হ্যাটট্রিকে ব্রাজিলের গোল বন্যা

ক্লাব ফুটবলে আপাতত বিরতি। বিশ্ব ফুটবলের মহাতারকারা এবার নামছেন দেশের জার্সি গায়ে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন রাউন্ডের ম্যাচ।  ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচের প্রথম ৯ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পরে ব্রাজিল। পেনাল্টি থেকে পিএসজি স্ট্রাইকার এডিনসন কাভানি ব্রাজিলের জালে প্রথম গোলটি জড়ান। 

১৯ মিনিটেই ব্রাজিল অবিশ্বাস্যভাবে ফিরতি আঘাত হানে উরুগুয়ের শিবিরে। নেইমারের দুর্দান্ত পাসে হোসে পাওলো এক অবিশ্বাস্য গোল করেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। শেষ পর্যন্ত  তিনি  হ্যাট্রিক করেন ব্রাজিলের হয়ে। সিলভার পাসে ৫২ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যান পাওলিনহো।

পাওলিনহো

৭৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করে সহজ জয় নিশ্চিত করেছেন নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। 

ম্যাচের অতিরিক্ত সময় ৯০+২ মিনিটে দলীয় চতুর্থ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন পাওলিনহো।  এই জয়ে ব্রাজিল তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে। 


 

খেলা বিভাগের আরো খবর