ভোরে মাঠে নামছে মেসি-নেইমাররা


প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০৯:৫৪ পিএম
ভোরে মাঠে নামছে মেসি-নেইমাররা

ক্লাব ফুটবলে আপাতত বিরতি। বিশ্ব ফুটবলের মহাতারকারা এবার নামছেন দেশের জার্সি গায়ে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন রাউন্ডের ম্যাচ। প্রথম দিকের ম্যাচগুলি জিতে কেউ কিছুটা চাপমুক্ত। কেউ আবার অস্বস্তিতে। সব মিলিয়ে শুক্রবার থেকে ফের জমজমাট বিশ্বফুটবল।

ল্যাটিন আমেরিকার গ্রুপে পাঁচ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। পরিস্থিতি বেশ নড়বড়ে। ছ’টি ম্যাচ এখনও বাকি। সেগুলিতে জিতে গ্রুপে অবস্থান ভাল করতে না পারলে তাকিয়ে থাকতে হবে প্লেঅফের দিকে। কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া এবং প্যারাগুয়ে। শুক্রবার মেসিদের সামনে শক্তিশালী চিলি। যারা পরপর দু’টি কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে। (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫.৩০টা থেকে সনি সিক্স)।

১২টি ম্যাচের ৮টিতেই জিতে লাতিন আমেরিকার গ্রুপশীর্ষে রয়েছে ব্রাজিল। গত কয়েকটি ম্যাচ টানা জিতেছে তারা। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়েছে ৩-০ গোলে। আর দু’টি ম্যাচ জিততে পারলেই মস্কোর টিকিট নিশ্চিত করে ফেলবেন নেইমাররা। ফলে বিশ্বকাপে তাদের যোগ্যতা অর্জন কার্যত সময়ের অপেক্ষা। শুক্রবার ব্রাজিলকে লড়তে হবে উরুগুয়ের বিরুদ্ধে। (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫.০০টা থেকে সনি ইএসপিএন)। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর