ডাম্বুলায় মাশরাফি-সাকিবরা


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০৭:১২ পিএম
ডাম্বুলায় মাশরাফি-সাকিবরা

ঢাকা: শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়াই করেই ১-১ এ ড্র করেছে মুশফিকুর রহিমের বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজেরও স্বপ্ন পূরণ করতে চায় মাশরাফির টিম বাংলাদেশ। সফরে আগামী শনিবার প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। কলম্বো থেকে সকালেই ডাম্বুলায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

সিরিজের প্রথম ভেন্যু রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এর আগে জিততে পারেনি বাংলাদেশ। তবে সেই মাঠে এবার জয়ের স্বপ্ন নিয়ে খেলতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। গতকাল বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে সেই হার থেকেই জয়ের আত্মবিশ্বাস পেয়েছে টাইগাররা।

সর্বশেষ ২০১৩ সালের সফরে এসে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর দ্বীপদেশটির কাছে টানা পাঁচ ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। এর আগে ২০১০ সালে ডাম্বুলায় এশিয়া কাপের তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার সাকিব আল হাসানের দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে তিনটি ম্যাচেই হেরেছিল।

একই ভেন্যু ডাম্বুলাতেই আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচেই প্রথমবারের মতো লঙ্কানদের কোনো সিরিজ নিশ্চিত করার লক্ষ্য তাদের। তিন বছর আগের বাংলাদেশ থেকে এবারের মাশরাফির দলটা অনেক বেশি শক্তিশালী। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সেটা অসম্ভবও না।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর