যে কারণে দলে নেয়া হল মিরাজকে


প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০৬:৫৯ পিএম
যে কারণে দলে নেয়া হল মিরাজকে

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দলে থাকায় কলম্বো টেস্ট শেষে তাই তাকে ঢাকায়ও ফিরতে হয়েছিল। কিন্তু টিম ম্যানেজমেন্টের জরুরি বার্তা পেয়ে আবার শ্রীলঙ্কায় ফিরে যেতে হলো মেহেদী হাসান মিরাজকে। ওয়ানডে সিরিজের দলে সপ্তদশ সদস্য হয়ে ঢুকেছেন এই তরুণ অফস্পিনার।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত একজন অফস্পিনার চেয়ে পাঠানোতেই মিরাজকে দলে নেয়া হয়েছে। বলেন, ‘শ্রীলঙ্কা দলে পাঁচ-ছ’জন বাঁ হাতি ব্যাটসম্যান। শুভাগত আছে, টিম ম্যানেজমেন্ট মনে করেছে, আর একজন অফস্পিনার দরকার হতে পারে। অফস্পিনাররা বাঁ হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বেশি কার্যকর। তাই তাকে পাঠাচ্ছি।’

দলে শুভাগত হোম চৌধুরী ছাড়াও আগে থেকেই ছিল আরো দু’জন অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন।

প্রথম দু’টি ওয়ানডে খেলতে বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ডাম্বুলায় গেছে মাশরাফি বিন মুর্তজার দল। তরুণ অফস্পিনার মিরাজ ঢাকা থেকে সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন।

শ্রীলঙ্কার মারকুটে বাঁহাতি ব্যাটসম্যানদের কথা ভেবে হয়ত ডাকা হয়েছে মিরাজকে। তরুণ অফ স্পিনার টেস্ট সিরিজ শেষে ইমার্জিং কাপে খেলার জন্য দেশে ফিরেছিলেন। তার জায়গায় ওই টুর্নামেন্টে খেলবেন নাইম হাসান।

এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন মিরাজ। দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে এখনো খেলা হয়নি তার।

বাংলাদেশ ওয়ানডেতে দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর