ধর্মশালার পিচ দেখে চিন্তিত ভারত: মিচেল জনসন


প্রকাশিত: মার্চ ২৩, ২০১৭, ০১:৫১ এএম
ধর্মশালার পিচ দেখে চিন্তিত ভারত: মিচেল জনসন

ধর্মশালার মাঠ নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। কিন্তু তাদের মনে হচ্ছে ভারতীয় দল চিন্তায় রয়েছে এই পিচ নিয়েই। অস্ট্রেলিয়ার প্রাক্তন ফার্স্ট বোলার মিচেল জনসন তো বলেই ফেললেন, ‘ভারতীয় দল নার্ভাস।’ এতদিন স্পিন ফ্রেন্ডলি পিচ হয়েছে। কিন্তু ধর্মশালার পিচ পেসারদের জন্য তৈরি। যাতে অনেক বেশি সুবিধে পাবে স্টিভ স্মিথ অ্যান্ড ব্রিগেড। জনসনের মতে, এটাই ভাবাচ্ছে ভারতীয় দলকে।

তিনি বলেন, ‘ধর্মশালার মাঠ অসাধারণ। একবারই এই পিচে ঘাস দেখেছিলাম। যে কারণে আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া দল অনেকবেশি আত্মবিশ্বাসী এখানে খেলতে আর ভারতীয় নার্ভাস।’ এখানেই থামেননি জনসন। তিনি আরও একধাপ এগিয়ে বলেন, ‘আমার মনে হয় এই সিরিজের শুরু থেকে ওরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। স্কোর লাইনেই সেটা দেখা যাচ্ছে।’

এই পিচ পেসার ফ্রেন্ডলি হওয়ায়, অস্ট্রেলিয়া দলে বাড়তি পেসার নেওয়া হতে পারে। যে কারণে পুণে টেস্টের হিরো স্টিভ ও’কিফকে বসতে হতে পারে বাইরে। সেই জায়গায় আসতে পারেন জ্যাকসন বার্ড। যে কারণে ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন মোহম্মদ শামি।

জনসন অবশ্য ইঙ্গিত দিয়েই রাখলেন, ‘এই টেস্টে আমরা একজন স্পিনার কম খেলাব। পুরো সিরিজে স্পিনাররা দারুণ খেলেছে। এই সিরিজে শুরু থেকেই চাপে ছিল স্পিনাররা। কখনও ভাল হয়েছে কখনও খারাপ। এটাই খেলা। এই পিচ অনেকটা অস্ট্রেলিয়ার মতো। যেখানে‌ নাথান লিয়ন সাফল্য পাবে আর তৃতীয় ফার্স্ট বোলার হিসেবে বার্ড।’ ত

বে জনসনের মতে বার্ড ধর্মশালার পিচের জন্য খুবই উপযুক্ত। ৭৩ টেস্ট খেলা জনসন পিটার সহ্যান্ডসকম্ব ও শন মার্শেরও প্রশংসা করেছেন। জনসন বলেন, ‘রাঁচির ম্যাচের ফল আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। শুধু স্টিভ স্মিথ বা ডেভিড ওয়ার্নার নয় দলের অন্যান্যরাও যে ড্রয়ের জন্য খেলতে পারেন সেটাও প্রমাণ হয়েছে। ওরা অসাধারণ ক্রিকেট খেলেছে। যে কারণে আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর