ওয়াইড বলে সাজঘরে দীনেশ কার্তিক


গো স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২১, ২০১৭, ১১:৪২ এএম
ওয়াইড বলে সাজঘরে দীনেশ কার্তিক

ওয়াইড বলে অনেকেই হয়তো আগে আউট হয়েছেন। স্মরণকালের মধ্যে অবশ্য অনেকেই শোনেননি এমন ঘটনা। গতকাল ওয়াইড বলে আউট হয়ে লজ্জায় মাথা নীচু করে সাজঘরে ফিরলেন নামী এক ক্রিকেটার। 

বিজয় হাজারে ট্রফির ফাইনালে যেভাবে দীনেশ কার্তিক আউট হলেন, স্মরণকালের মধ্যে সেভাবে কেউ আউট হননি। 

তার শতরানের সৌজন্যে তামিলনাড়ু এদিন বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। কিন্তু যেভাবে আউট হলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক তা লজ্জারও বটে। ওয়াইড বলে কেউ আউট হয়েছেন? শুনেছেন কখনও? অতীতে ইনজামাম উল হক, কেভিন পিটারসেনরা এভাবে আউট হলেও সম্প্রতি কেউ ওয়াইড বলে হিট উইকেট হননি। বিজয় হাজারের ফাইনালে কার্তিক ঠিক সেই ভাবেই ফিরে গেলেন প্যাভিলিয়নে। বোলার ছিলেন মুহম্মদ সামি। 

কার্তিককে বল করার সময় বলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সামি। লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বলটি চলে যায়। আম্পায়ার ওয়াইড বল দেন। কার্তিকও বলটা মারার জন্য ব্যাট ঘুরিয়েছিলেন। কার্তিকের ঘোরানো ব্যাট গিয়ে লাগে উইকেটে। ভেঙে যায় উইকেট। ওয়াইড বলে হিট উইকেট হন এদিনের ম্যাচের শতরানকারী। 

গো নিউজ ২৪


 

খেলা বিভাগের আরো খবর