‘‌ওয়াসিম, ইনজামাম এবং মোশতাককে ফাঁসি দেওয়া উচিত’‌


প্রকাশিত: মার্চ ১৯, ২০১৭, ১০:০৭ পিএম
‘‌ওয়াসিম, ইনজামাম এবং মোশতাককে ফাঁসি দেওয়া উচিত’‌

আবারো আলোড়ন ক্রিকেট বিশ্বে। ওয়াসিম আক্রাম, ইনজামাম উল হক, মোশতাক আহমেদ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন। এমনই অভিযোগ করেছেন পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার আবদুল কাদির।

এই তিন ক্রিকেটারকে ফাঁসি দেওয়া উচিত বলে মনে করেন কাদির। তিনি বলেছেন, ‘‌ওয়াসিম আক্রাম, ইনজামাম উল হক, মোশতাক আমেদকে ফাঁসি দেওয়া উচিত। ওঁরাই ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে প্রথম জড়িয়েছিল। ২০০০ সালে আতাউর রহমান এবং সেলিম মালিকের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। যার মূল কান্ডারী ছিল আকরাম, ইনজি এবং মোশতাক। কিন্তু এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। এই তিন ক্রিকেটারই কখনও না কখনও পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত ছিল। তার ফলেই কী ছাড় পেল আকরামরা?‌’‌

পাকিস্তান সুপার লিগ ম্যাচ ফিক্সিং বিতর্কে এখনও পর্যন্ত চারজন ক্রিকেটার নির্বাসিত হয়েছেন। সংখ্যা বাড়তেও পারে। এমনিতেই পাকিস্তান ক্রিকেট মানেই বিতর্ক। যেখানে সবসময়ই কোনও না কোনও দুর্নীতি দানা বেঁধেছে। এবার কাদিরের অভিযোগ নিয়ে কী হইচই হয়, তা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। 

 

আরও পড়ুন: 

নিউ জিল্যান্ড-বাংলাদেশ ও আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের সময়সূচী

ক্রিকেট ইতিহাসের সেরা ১০ অলরাউন্ডার

আইপিএলে কোন দলে কে আছেন?

জেনে নিন বিশ্বের ৯টি দেশের রাষ্ট্রপ্রধানদের বেতন, অবাক হবেন

গো নিউজ২৪/এএফ/ এস বি  

খেলা বিভাগের আরো খবর