সংবাদ সম্মেলনে যা বললেন মুশফিক


প্রকাশিত: মার্চ ১৯, ২০১৭, ০৯:০৪ পিএম
সংবাদ সম্মেলনে যা বললেন মুশফিক

বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে। দলকে জিতেয়েই মাঠ ছেড়েছেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহীম। মেহেদী হাসান মিরাজ জয় সূচক শেষ দুইরান করলেও অন্য প্রান্তে ২২ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম।তবে, বাংলাদেশ দলের যখন ২৪ রান দরকার তখনই ফিরে যেতে পারতেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কান বোলার দিলরুয়ান পেরেরার বলে প্যাড আপ করার পর মুশফিককে আউট ঘোষণা করে দিয়েছিলেন আম্পায়ার সুন্দরম রবি।

হতভম্ব মুশফিক ভেবেছিলেন আউট হয়ে গেছেন, প্যাভিলিয়নের দিকে হাঁটাও শুরু করতে চেয়েছিলেন। তখনই মুশফিককে থামিয়ে রিভিউয়ের পরামর্শ দেন অপর প্রান্তে থাকা টাইগার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেস্ট দলপতি মুশফিকুর রহীম বলেন,

“মনে হচ্ছিল আমি আউট। আমার প্রথমে মনে হচ্ছিল, স্টাম্প মিস করবে, তাই প্যাড আপ করেছিলাম। যখন আউট দিয়ে দিয়েছে, তখন রিভিউ নিতে ভয় পাচ্ছিলাম। কারণ, এরপর আরও ক্রাইসিস মোমেন্ট আসতে পারে যখন রিভিউ লাগতে পারে। এই জন্য আমি নিতে চাচ্ছিলাম না।”

মুশফিকের আত্ববিশ্বাস ছিলো তিনি আউট হয়ে গেলেও মোসাদ্দেক, মিরাজরা বোলারদের নিয়ে ঠিকই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারবে। তিনি এই প্রসঙ্গে এও যোগ করেন,

“মোসাদ্দেক এসে বললো, ভাই রিভিউ নেন, স্টাম্প মিসও করতে পারে। শেষ মুহূর্তে ভাবলাম, আচ্ছা নিই। যদি মিস করে যায় তাহলে হয়তো বেঁচে যেতে পারি। স্টাম্পে না লাগায় বেঁচে গেছি। খুবই টেনশনে ছিলাম। তবে বিশ্বাস ছিল, আমি আউট হলেও জিততে পারবো। ইচ্ছে ছিল নিজে নট আউট থেকে ম্যাচটা জিতিয়ে আনবো।”আমার ইচ্ছে পূরণ হয়েছে বলে জানান মুশফিক। 

ওয়ানডেতে মুশফিকুর রহীম অনেক সময় দলের কঠিন সময়ে এসেও দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন। কিন্তু টেস্টে এবারই প্রথম। তাও আবার পঞ্চম দিনের উইকেটে শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে রান চেজ। মুশফিক বলেন,

“টেস্ট ক্রিকেটে এ রকম পরিস্থিতিতে আমি কখনও পড়িনি। পঞ্চম দিনের উইকেটে এভাবে চেজ করা; আমাদের জন্য নতুন। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল।”

খেলা বিভাগের আরো খবর