৬০ লক্ষ টাকায় বিক্রি হলেন মাহমুদউল্লাহ


প্রকাশিত: মার্চ ১৭, ২০১৭, ০৮:৩৬ পিএম
৬০ লক্ষ টাকায় বিক্রি হলেন মাহমুদউল্লাহ

আগামী ৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে ২০১৬-২০১৭ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রিমিয়ার লিগের দলবদল। দলবদলের প্রথম দিনেই চড়া দামে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে আবাহনী লিমিটেড।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই শুরু হয়েছে প্রিমিয়ার লিগের এবারের আসরের দলবদল। চলবে শনিবার পর্যন্ত। প্রিমিয়ার লিগে দলবদলের প্রথম দিন শেষে সবচেয়ে দামি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। রেকর্ড পরিমাণ ৬০ লাখ টাকা পারিশ্রমিক দিয়ে তাকে দলে নিয়েছে গেল আসরের চ্যাম্পিয়ন আবাহনী।

তবে মাহমুদউল্লাহর সঙ্গে কথা প্রায় পাকাপাকি করেছিল মাশরাফি-মুশফিকদের দল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু শেষ মুহূর্তে তাকে দলে ভেড়ায় ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। খুব শিগগিরই তাকে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে ক্লাবটি।

জানা গেছে, শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরলে এই অলরাউন্ডারের সাথে দলবদলের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে আবাহনী। এছাড়া শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররাও দেশে ফিরে সংশ্লিষ্ট ক্লাবের সাথে চুক্তি সই করে নেমে পড়বেন চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ খেলতে।

এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবাল ছাড়াও পুলে থাকা ১৯ ক্রিকেটার থেকে জাতীয় দলের আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ভিড়িয়েছে আবাহনী। অন্যদিকে পুল থেকে জাতীয় দলের দুই ফরম্যাটের দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিমকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

খেলা বিভাগের আরো খবর