যাদবের বলে দু‍‍`টুকরো ম্যাক্সওয়েলের ব্যাট


প্রকাশিত: মার্চ ১৭, ২০১৭, ০১:৫৬ পিএম
যাদবের বলে দু‍‍`টুকরো ম্যাক্সওয়েলের ব্যাট

রাঁচি টেস্টের নিয়ন্ত্রণ বলা চলে অস্ট্রেলিয়ার হাতে। অধিনায়ক স্টিভ স্মিথ আর গ্লেন ম্যাক্সওয়ের ব্যাটে ভর করে স্বাগতিক ভারতকে তারা ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

ইতিমধ্যে স্মিথ তুলে নিয়েছেন সফরের দ্বিতীয় শতক। ম্যাক্সওয়েলও শুক্রবার দিনের প্রথম সেশনে পেয়েছেন শতক।প্রথম দিন শেষে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে করেছিল ২৯৯ রান। স্মিথ ১১৭ এবং ম্যাক্সওয়ের ৮২ রানে অপরাজিত ছিলেন।

শুক্রবার দিনের প্রথম ওভারে বল হাতে নেন পেসার উমেশ যাদব। স্ট্রাইকপ্রান্তে ছিলেন ম্যাক্সওয়েল। যাদবের লেন্থ বলটি ম্যাক্সওয়েল ডিফেন্ড করেন। কাজটি তিনি ঠিকঠাকভাবেই করেন।

কিন্তু যাদবের ১৩৭ কিলোমিটার গতির বলটি মুহূর্তে ম্যাক্সওয়েলের ব্যাটকে দু'টুকরো করে দেয়।বলটি ব্যাটের উপরের অংশে আঘাত হানে। এ সময় ম্যাক্সওয়েলকে শুধুমাত্র ব্যাটের হাতল ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরেকটি অংশ ছিটকে পড়ে মাটিতে। একেবারে অকেজো হয়ে পড়ে ব্যাটটি। ভাঙা অংমটি ধরে হাসতে থাকেন ম্যাক্সওয়েল। অবশ্য পরে নতুন ব্যাট নিয়েও ভারতকে শাসন অব্যাহত রাখেন ম্যাক্সওয়েল-স্মিথ জুটি। ১৯১ রানের জুটি গড়ে ম্যাক্সওয়েল জাদেজার বলে ফিরেছেন ১০৪ রান করে।

প্রতিবেদন পর্যন্ত অস্ট্রেলিয়া করেছে ৫ উইকেটে ৩৩২ রান। স্মিথ ১২৬ রানে খেলছেন। 

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর