মেসির ছেলে এমন হলো কেন?


প্রকাশিত: মার্চ ১৭, ২০১৭, ১০:০৩ এএম
মেসির ছেলে এমন হলো কেন?

বিখ্যাত ফুটবলারের ছেলেও বড় ফুটবলার হবে, এমন কথা কোনো অভিধানে লেখা নেই। নেই তো নেই। তবু তো প্রত্যাশা থাকে। আছে লিওনেল মেসির দুই ছেলেকে ঘিরেও। বিশেষ করে বড় ছেলে থিয়াগোকে ঘিরেই এখন আগ্রহ বেশি। 

থিয়াগো চার বছরের এখন। ইতিমধ্যেই বার্সার খুদেদের ফুটবল স্কুলে তাকে ভর্তি করিয়ে দিয়েছেন বাবা। কিন্তু ভর্তি করালে কী হবে?‌ থিয়াগোর একটুও ফুটবল ভালো লাগে না!‌ সে কী?‌ মেসির ছেলে ফুটবল ভালোবাসে না!‌ 

হ্যাঁ, এল এম টেন তেমনটাই জানিয়েছেন, ‘‌না, না ও ফুটবল পাগল নয়। বার্সায় যায় সুয়ারেজের ছেলে বেনজামিন যায় বলে। বন্ধুর সঙ্গে দেখা হবে বলেই জোর করে যায়। কিন্তু ফুটবল নিয়ে একটুও আগ্রহ নেই। সুয়ারেজের ছেলে বেনজামিন কিন্তু এক্কেবারে আলাদা। দিন–রাত ফুটবল নিয়ে থাকে। বেনজামিনের পায়ে সব সময় ফুটবল থাকে। আমার ছেলে কিন্তু বিপরীত। থিয়াগো বরং ফুটবল থেকে দূরে থাকতেই ভালবাসে।’‌ 

তবে কি থিয়াগোকে নিয়ে আক্ষেপ রয়েছে?‌ মেসি অবশ্য তেমনভাবে ব্যাপারটাকে দেখেন না। আগেও বলেছেন, ‘‌বড় হয়ে ওর যা ইচ্ছে হবে, তাই করবে।’‌

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর