ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি সাকিব-মাহমুদুল্লাহ


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ০১:৪৪ পিএম
ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি সাকিব-মাহমুদুল্লাহ

 পাকিস্তান সুপার লীগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশী তারকা তামিম-সাকিবের পেশোয়ার জালমি ও মাহমুদুল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। 

বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।  সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি

রোববার আসরের প্রথম পর্বের শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে জয় কুড়ায় করাচি কিংস। এতে তালিকার শীর্ষ দুই স্থান নিশ্চিত হয় পেশোয়ার-কোয়েটার। তালিকার শীর্ষ দুই স্থানে পেশোয়ার-কোয়েটার সংগ্রহ সমান ৯ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে তামিম-সাকিবের পেশোয়ার।
তৃতীয় ও চতুর্থ স্থানে সমান ৮ পয়েন্ট সংগ্রহ শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের। পাঁচ দলের আসরের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে লাহোর কালান্দারস।

আজকের ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। তবে আরেকটি সুযোগ থাকবে হেরে যাওয়া দলের। আসরের এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ-করাচির লড়াইয়ের বিজয়ী দলের সাথেআ দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। আগামী ৫ মার্চ লাহোরে এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে গতকাল দেশ ছেড়েছে। বাংলাদেশ দলের সঙ্গে যাননি কেবল তামিম ইকবাল। তিনি পাকিস্তান সুপার লিগে খেলছেন। পিএসএল থেকে ফিরে এসে দলের সঙ্গে গিয়েছেন মাহমুদউল্লাদ রিয়াদ ও সাকিব আল হাসান। 

তবে এই ম্যাচ থেকে যে দলই ফাইনাল নিশ্চিত করুক, পরের ম্যাচে আর তামিম ইকবালকে পাচ্ছে না পেশোয়ার। এই ম্যাচ খেলেই যে দুবাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবেন তামিম। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

গো নিউজ ২৪/ এস কে 
 

খেলা বিভাগের আরো খবর