তিন ভুবনই উপভোগ করেন মুশফিক


গোনিউজ স্পোর্টস ডেস্ক, প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৮:১০ পিএম
তিন ভুবনই উপভোগ করেন মুশফিক

ঢাকা: কাঁধে রয়েছে দলকে নেতৃত্ব দেয়ার কঠিন গুরু দায়িত্ব। এছাড়া বাড়তি চাপ তো আছেই। ব্যাট হাতে করতে হবে রান। আবার উইকেটের পেছনে গ্লাভস হাতেও দেখাতে হবে দক্ষতা। সব মিলিয়ে তিনটি ভার্সনে মাঝে মধ্যে বিচলিত দেখা যায় মুশফিকুর রহিমকে।

তবে বাস্তবতা ভিন্ন। এমন ত্রিমুখী চাপেও অসন্তষ্ট নন তিনি। বরং দলের প্রয়োজনে কখনো কখনো বোলিং করার ইচ্ছাও আছে তার। দলের ভালোর জন্য এতো কিছু করতে প্রস্তুত মুশফিক!

শ্রীলঙ্কা সফরের আগে রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন তিনি। এক সাথে তিন দায়িত্ব নিয়ে মুশফিক বলেন, ‘‘আমি তো এনজয় করি। আমার তো বোলিংও করতে ইচ্ছে করে। এতে যদি দলের উপকার হয়! কিন্তু আমি ইচ্ছে করলেইতো সবকিছু হবে না। মেইন ব্যাপার হলো, আমার যে দায়িত্ব আছে, তা পালন করা।’’

আরও ভালো ব্যাটিং করতে কিপিং ছাড়া প্রয়োজন মনে করেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘এই সিদ্ধান্তের বিষয়ে কোচ আছে, ম্যানেজমেন্ট এবং বোর্ড আছে, তারা ডিসিশন নিবেন আমি কী করবো। গত বছর যে এশিয়া কাপ হয়েছে, সেখানে কিন্তু আমি কিপিং করিনি, শুধু ব্যাটসম্যান হিসেবে দুই তিনটা ম্যাচ খেলেছি। এটা কিন্তু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিলো। এখনো ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নিবেন।’’

টেস্টে উপরে ব্যাটিং করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি আগে সাত নম্বরে ব্যাটিং করতাম। এখন ছয় নম্বরে করি। দলের কম্বিনেশন এখন খুব ভালো। উপরে ব্যাটিং করবো কিনা, সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। টপ অর্ডারে যারা আছে, তারা ভালো করছে না বলেই হয়তো এ কথা আসছে। ভবিষ্যতে যদি সে রকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে হয়তো হতে পারে। উপরে হয়তো পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করার সুযোগ হতে পারে।’’

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর