টেস্ট ক্রিকেটের গালে থাপ্পর দিলো আইপিএল!


প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০৮:২৯ পিএম
টেস্ট ক্রিকেটের গালে থাপ্পর দিলো আইপিএল!

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের দশম আসরের নিলাম টেস্ট ক্রিকেটের গালে থাপ্পর দিয়েছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন। নিলাম পর্যবেক্ষণ করে টুইটারে পিটারসেন বলেন, ‘এক নিলামেই ধনী ক্রিকেটাররা। যা দেখে টেস্টের প্রতি আগ্রহ হারাচ্ছে তরুণরা।’

গেল সোমবার আইপিএলের দশম আসরের নিলামে ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস সাড়ে ১৪ কোটি রুপিতে বিক্রি হলেও, অবাক করার বিষয় মাত্র ৪টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা টাইমাল মিলসের দাম উঠেছে ১২ কোটি রুপি। এই চিত্র ভালো লাগেনি পিটারসেনের, ‘মিলস দারুণ টি-২০ বোলার। এক নিলামেই ধনী সে। এসব টেস্ট ক্রিকেটকে পেছনে ফেলে দিচ্ছে। আইসিসির এখনই পদক্ষেপ নেয়া উচিত।’

টেস্ট ক্রিকেট পেছনে চলে যাওয়ার কারণ হিসেবে পিটারসেন বলেন, ‘অনেক তরুণ ক্রিকেটারের সাথে যোগাযোগও হয়। তারা টি-২০র প্রতি আগ্রহী বেশি। অনেক তরুন আমাকে বলেছে, ১ শ' টেস্ট খেলে আমি ৫ শ' দিন নষ্ট করেছি।’

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর