ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা


গো স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০১:২৭ পিএম
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি  মাতৃভাষার মর্যাদা ও অধিকার আদায়ে শহীদ হয়েছেন সালাম, শফিক, বরকত, জব্বার, রফিকসহ আরও অনেকে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন তারা। সেসব ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের ফেসবুকে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘একুশ আমার মুক্ত স্বাধীন, একুশ আমার স্বাধিকার, একুশ আমায় দিয়েছে কথা বলার অধিকার। ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

‘কাটারমাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান লিখেছেন, ‘২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

হার্ডহিটার সাব্বির রহমান লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘একুশে ফেব্রুয়ারি" আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

গো নিউজ ২৪/এইচজে

খেলা বিভাগের আরো খবর