যে কারণে পিএসএলের ফাইনাল হবে লাহোরে


গো স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১০:১২ এএম
যে কারণে পিএসএলের ফাইনাল হবে লাহোরে

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে। যদিও এতদিন বাস্তবে রূপ দিতে পারছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। দুবাইতে ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করেন পিএসএল চেয়ারম্যান নাজম শেঠি। এরপরই এই ঘোষণা করেন তিনি।

তবে, পিএসএল ফাইনালে বিদেশি ক্রিকেটাররা খেলতে লাহোরে যাবেন কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন। পিএসএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজি মালিকদের বলে দেয়া হয়েছে তারা যেন নিজ নিজ দলের বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। যদি বিদেশিরা যেতে না চায় তাহলে? এ ক্ষেত্রে পিসিবির সিদ্ধান্ত বিদেশিরা লাহোরে যাক না যাক, লাহোরেই হবে ফাইনাল।

বর্তমানে দলে থাকা কোনো বিদেশি লাহোরে না যায়, তাহলে ২৫ ফেব্রুয়ারি আরেকটি নিলামের আয়োজন করবে পিসিবি। তাতে করে ফ্রাঞ্চাইজিগুলো তাদের দলের ঘাটতি পূরণ করার সুযোগ পাবে। 

পাকিস্তানে একের পর এক আত্মঘাতী বোমা হামলার কারণে নিরাপত্তার চরম অনিশ্চয়তার মধ্যেও লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিল পিসিবি।

গো নিউজ ২৪/এইচজে

খেলা বিভাগের আরো খবর