নিলামের পর কেমন হল সাকিবদের কলকাতা?


প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৭:১২ পিএম
নিলামের পর কেমন হল সাকিবদের কলকাতা?

দশম আইপিএল-এর নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়াটসনের দখলে। তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন।

এবার দেখে নিন কলকাতা দল কাদের নিয়ে সাজিয়েছে। নূতনদের ক্রিকেটারদের যারা যুক্ত হয়েছেন, তাদের কার কত মূল্য। এই দল নিয়ে কি কলকাতা  এই আসরে ভাল করতে পারবে?  রাসেলের অভাব কে পূরণ করবে? 

কলকাতা নাইট রাইডার্স:

এবার যাদের যোগ করা হয়েছে: ট্রেন্ট বোল্ট* (৫ কোটি), ক্রিস ওয়াকস* (৪.২০ কোটি), ঋষি ধাওয়ান (৫৫ লক্ষ), নাথান কোল্টার-নাইল* (৩.৫ কোটি), রোভমান পাওয়েল* (৩০ লক্ষ), আর সঞ্জয় যাদব (১০ লক্ষ), ইশাঙ্ক জাজ্ঞি (১০ লক্ষ), ড্যারেন ব্রাভো* (৫০ লক্ষ), সায়ান ঘোষ (১০ লক্ষ)

পুরনো প্লেয়ার  যাদের দলে রেখে দেওয়া হয়েছিল: গৌতম গম্ভীর (অধিনায়ক), পিযুষ চাওলা, শেলডন জ্যাকসন*, কুলদিপ যাদব, ক্রিস লিন*, সুনীল নারাইন*, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপূত, সাকিব আল হাসান*, রবিন উথাপ্পা, সুরিয়াকুমার যাদব ও উমেশ যাদব। 

স্কোয়াডে মোট খেলোয়াড়: ২৩ 

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর