মুস্তাফিজের দলে দুই আফগান ক্রিকেটার


প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৩:৫৭ পিএম
মুস্তাফিজের দলে দুই আফগান ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমির লিগের (আইপিএল) ইতিহাসে প্রথমবারের মত দল পেলেন আফগানিস্তানের দুই ক্রিকেটার। এরা হলেন, অলরাউন্ডার মোহাম্মদ নবী ও লেগ স্পিনার রশিদ খান। সোমবার আইপিএলের দশম আসরের নিলামে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ লুফে নেয় এই দুই আফগান ক্রিকেটারকে।

নবীর জন্য গেল আসরের চ্যাম্পিয়নরা খরচ করেছে ৩০ লাখ রুপি। তার ভিত্তি মূল্যও ছিল ৩০ লাখ রুপি। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লিখিয়ে ইতিহাস গড়েন এই অলরাউন্ডার। আর রশিদকে কিনতে মুস্তাফিজ-ওয়ার্নারের দল খরচ করেছে চার কোটি রুপি। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া লিগগুলোতেও বল হাতে জাদু দেখাচ্ছেন রশিদ খান। আর তাতেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর নজরে আসেন আফগান এই স্পিনার। জাতীয় দলের জার্সি গায়ে ২১ ম্যাচে ৩১টি উইকেট তুলে নিয়েছেন লেগ স্পিনার।

এছাড়া জাতীয় দলের জার্সি গায়ে ৫২ ম্যাচে ৭০৪ রান ও  ৫৬ উইকেট নেওয়া মোহাম্মদ নবী সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে নজরে আসেন।

গো  নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর