ভারত সফরে স্টার্কের নতুন চ্যালেঞ্জ


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৯:২৪ পিএম
ভারত সফরে স্টার্কের নতুন চ্যালেঞ্জ

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত সফর। দুবাইয়ের শিবিরে জোরকদমে  প্রস্তুতি চলছে অস্ট্রেলিয়ার। প্রস্তুতি চলছে মিচেল স্টার্কেরও। বিশ্বের সেরা বাঁ-হাতি পেসারের একটা আলাদা চ্যালেঞ্জও আছে আসন্ন সফরে। 

বিশ্বের বেশির ভাগ দেশই এখন টেস্টে কোকাবুরা বলে খেললেও ভারতে টেস্ট সিরিজে চলে এসজি বল। অস্ট্রেলীয় পেসার শেষ এসজি বলে খেলেছেন ২০১৩ ভারত সফরে। তাই ফের লাল এসজি বলে সুইংয়ে শান দেওয়াটাই এখন টার্গেট স্টার্কের।

স্টার্ক বলেন, ‘চার বছর পরে এসজি বলে খেলব ভারতে। ব্যাপারটা মানিয়ে নিতে হবে দ্রুত। এটা একটা অন্য চ্যালেঞ্জ। রিভার্স সুইং করানোর চেষ্টা যেমন করতে হবে সঙ্গে দেখতে হবে নতুন বলে সুইং কতটা করানো যায় সেটাও।

২৩ ফেব্রুয়ারি থেকে পুণেয় শুরু চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া কী ভাবে তাদের দুই পেসার স্টার্ক আর জস হ্যাজেলউডকে ব্যবহার করবে সেটা নিয়েও প্রচুর কথা হচ্ছে। 

আইসিসির গ্লোবাল অ্যাকাডেমিতে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলে স্টার্ক বলেন, ‘ঘরের মাঠে আমাদের যে ভাবে ব্যবহার করা হয় সেটা সম্ভবত এখানে পাল্টাতে হবে। তবে স্পিনারদের উপরও অনেকটা নির্ভর করছে পেসারদের কী ভাবে আনা হবে। স্পিনাররা উইকেট পাচ্ছে কি না সেটা দেকে প্ল্যান করতে হবে। গোটাটাই নির্ভর করে স্মিথের (ক্যাপ্টেন) উপর। তা ছাড়া বলটার উপর কতটা প্রভাব পড়ছে, রিভার্স সুইং করছে কি না, দেখতে হবে সেটাও। হয়তো প্রচুর ছোট ছোট স্পেলে আমাদের বোলিং করতে বলা হবে।

এ বার ভারত সফরে আগুন ঝরাতে মুখিয়ে আছেন স্টার্ক। তিনি বলেন, শ্রীলঙ্কা সফরে ব্যাটিং প্ল্যান যে রকম ছিল তাতে কিছু পরিবর্তন হয়তো করতে হবে। তবে বল প্রচুর স্পিন করবে। এই একটা ব্যাপারে দুটো সিরিজেই কিন্তু সামঞ্জস্য রয়েছে। আমরা এটা মাথায় রেখেই তৈরি হচ্ছি। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর