পাকিস্তান সুপার লীগে তামিমের দলে খেলবেন যারা


প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ০৮:৪৪ পিএম
পাকিস্তান সুপার লীগে তামিমের দলে খেলবেন যারা

৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসর। এবারের এই আসরে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স।

পেশোয়ার জালমি হয়ে এবারের আসরে খেলবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও অলরউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পেশোয়ার দলে ভিড়িয়েছে প্রচুর তারকা ক্রিকেটার।

অধিনায়ক ড্যারেন স্যামি, ইয়োইন মরগান, তিলাকরত্নে দিলশান, ক্রিস জর্ডান, সামিত প্যাটেল, মারলন স্যামুয়েলস, আন্দ্রে ফ্লেচার, সাকিব আল হাসান ও তামিম ইকবাল রয়েছেন বিদেশী খেলোয়াড়ের কোঠায়।

এছাড়া দেশি খেলোয়াড় হিসেবে দলে আছেন বিস্ফোরক শহিদ আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, কামরান আকমলসহ আরো তরুণ ক্রিকেটাররা পেশোয়ার জালমির হয়ে এবারের আসর মাতাবেন। 

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসরের উদ্বোধণী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। 

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে দুবাই ও শারজাহ’তে। তবে আগামী ৭ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে।

পেশোয়ার জালমি: ড্যারেন স্যামি* (অধিনায়ক), শহিদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, ইয়োইন মরগান*, ওয়াহাব রিয়াজ, তিলাকরত্নে দিলশান*, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান*, সামিত প্যাটেল*, কামরান আকমল, ইফতেখার আহমেদ, হ্যারিস সোহেল, হাসান আলী, মোহাম্মদ আসগর*, মারলন স্যামুয়েলস*, আন্দ্রে ফ্লেচার*, খুশদিল শাহ, সাকিব আল হাসান*, তামিম ইকবাল*, ইমরান খান (জুনিয়র), জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান খান। 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর