ভারত-পাকিস্তানসহ ৪ দেশের ক্রিকেট সিরিজ করতে চায় শ্রীলঙ্কা


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ১০:০৭ পিএম
ভারত-পাকিস্তানসহ ৪ দেশের ক্রিকেট সিরিজ করতে চায় শ্রীলঙ্কা

আবারো ক্রিকেটের জমজমাট লড়াইয়ে বাইশ গজে ভারত-পাক উত্তেজনা। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরেই ক্রিকেট পিচে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন উৎসবের অঙ্গ হিসেবে ইন্ডিপেন্ডেন্স কাপ নামে চার দেশের মধ্যে ক্রিকেট সিরিজ করতে চায় শ্রীলঙ্কান বোর্ড। আর তাতে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকবে ভারত-পাকিস্তানও।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাতিপালা বলেন, “ইন্ডিপেন্ডেন্স কাপের তারিখ নিয়ে আগামী মাসে দুবাইতে আইসিসি বৈঠকে আলোচনা করা হবে।”

পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে সবুজ সঙ্কেত মিলেছে বলে জানিয়েছেন সুমাতিপালা। এমনকী, এ নিয়ে সম্প্রতি নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফের সঙ্গেও এক প্রস্থ আলোচনা সারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

গত বছরের মার্চে আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ইডেন গার্ডেনে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সে ম্যাচ ৬ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া।

তবে, ভারত-পাক রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকায় শেষমেশ এই সিরিজ হবে কি না তা নিয়ে সামান্য হলেও অনিশ্চয়তা রয়েছে।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর