ফিরেই সেঞ্চুরি উপহার দিলেন ডি ভিলিয়ার্স


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ০৬:৩৩ পিএম
ফিরেই সেঞ্চুরি উপহার দিলেন ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ছয় মাস বাদে মাঠে নেমেই ক্রিকেটপ্রেমীদের সেঞ্চুরি উপহার দিলেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর লিস্ট ‘এ’ ম্যাচে অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেন তিনি। গেল জুলাইয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সময় কনুইয়ের ইনজুরিতে পড়েন ডি ভিলিয়ার্স। এরপর মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। সুস্থ হয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরলেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসরের সীমিত ওভারের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের হয়ে খেলতে নামেন ডি ভিলিয়ার্স। 

বেনোনিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৯৯ রানেই গুটিয়ে যায় পূর্বাঞ্চল। জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় ডি ভিলিয়ার্সের উত্তরাঞ্চল। এরপরই উইকেটে যান ডি ভিলিয়ার্স। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে মারমুখী মেজাজেই ছিলেন তিনি। শেষ পর্যন্ত ১০৩ বলে ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। তার ইনিংসে ১৯টি চার ও ৩টি ছক্কা ছিলো। ৮৭ বলে তিন অংকে পা দেন তিনি। ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ইনিংসে ১১৭ বল বাকি রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় উত্তরাঞ্চল। 

দুর্দান্ত ইনিংসে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ টি২০ তে দক্ষিণ আফ্রিকার হয়ে ডি ভিলিয়ার্সের খেলা আরও উজ্জ্বল হলো। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার হয়ে গেল ছয় মাস কোন আন্তর্জাতিক ম্যাচই খেলেননি ৩২ বছর বয়সী ডি ভিলিয়ার্স। 

আগামী ২৫ জানুয়ারি কেপটাউনে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ শেষে এখন সিরিজে ১-১ সমতা রয়েছে।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর