৪ বিখ্যাত ব্যক্তিত্বের নামে ইডেনের ৪ গ্যালারি


প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৭, ১১:১৮ এএম
৪ বিখ্যাত ব্যক্তিত্বের নামে ইডেনের ৪ গ্যালারি

ভারত-ইংল্যান্ড শেষ ওয়ানডে ম্যাচটি আজ দুপুর ২.০০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতার ইডেন গার্ডেনে। এদিন ইডেনের চারটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে চার বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্বের নামে। তারা হলেন ভারতের সাবেক দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও পঙ্কজ রায় এবং দুই সাবেক বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়া ও বিশ্বনাথ দত্ত।

সিএবি সূত্রের খবর 'বি', 'সি', 'কে' ও 'এল' এই চারটি ব্লকের নামকরণ করা হতে চলেছে। টিভি কমেন্ট্রি করতে কলকাতায় ইতিমধ্যেই যেসব সাবেক ক্রিকেটাররা গেছেন তাদের মধ্য থেকেই কেউ এই নামকরণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করবেন।  

বিষয়টি সম্পর্কে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেন, ''আমার নামে ইডেনের স্ট্যান্ড হওয়াটা আমার কাছে বিরাট সম্মানের। এ জন্য ওয়ার্কিং কমিটিকে ধন্যবাদ। আর আমার নাম প্রস্তাব করার জন্য সাবেক কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে কে ধন্যবাদ। ''

আরও চারটি স্ট্যান্ডের নামকরণ করা হবে। দু'টো সাবেক বোর্ড প্রধান এএন ঘোষ ও জেসি মুখোপাধ্যায়ের নামে এবং বাকি দুটো সেনাবাহিনীর দুই শহীদ জওয়ানের নামে।  এছাড়া দুই ইনিংসের বিরতিতে সংবর্ধনা দেওয়া হবে সদ্য সাবেক হওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর