তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা


প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৭, ০৭:১৩ এএম
তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

দ্বিতীয় দিন থেকেই জমে উঠেছিল ক্রাইস্টচার্চ টেস্ট। তৃতীয় দিনের প্রথম সেশনে তাই টানটান উত্তেজনা ছিল দুই দলের মাঝেই। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা ১৯ ওভার আগেই শেষ হয়েছিল। আর তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়াল না। প্রকৃতিদেবির মানভঞ্জন না হওয়ায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হলো তৃতীয় দিনের খেলা।

খেলা শুরুর জন্য স্থানীয় সময় সাড়ে ৪টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা) পর্যন্ত অপেক্ষা করে দুই আম্পায়ার খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। একই সাথে আগামীকাল চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে শুরু হবে। দ্বিতীয় দিনের ১৯ ওভারের ঘাটতি পুষিয়ে নিতে আজ আধ ঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা ছিল।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৬০। এর আগে প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের থেকে ২৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর