সৌরভ ও দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৭, ১০:৫০ পিএম
সৌরভ ও দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

কটকে বিরাট কোহলি ওয়ানডে ম্যাচের সিরিজ জিতে নিলেন ২-০তে। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন ভারতের দুই দিকপাল অধিনায়ককে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওযানডে ম্যাচ শুরুর আগেই মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিয়েছিলেন, তিনি ওয়ানডে ও টি টোয়েন্টি দলকে আর নেতৃত্ব দেবেন না। ফলে সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির হাতেই ওঠে নেতৃত্বের ভার। আর সিরিজ জিতে কোহলি অনন্য এক নজির গড়লেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে একই আসনে বসে পড়লেন। 

টেস্টে কোহলির দাপট চলছে। প্রথম বার দলকে নেতৃত্ব দিতে নেমেই তিনি সিরিজ জেতেন। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই বাজিমাত করেছেন এর আগে মাত্র দু’ জন অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়। সৌরভ অধিনায়ক হয়ে ওয়ানডে সিরিজ জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দ্রাবিড় আবার শ্রীলঙ্কাকে হারিয়ে নেতৃত্বের দৌড় শুরু করেছিলেন। এ বার সৌরভ ও দ্রাবিড়কে ধরে ফেললেন বিরাট কোহলি। প্রথম বার ওয়ানডে ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে নেমে ইংল্যান্ডকে পর্যুদস্ত করলেন।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর