যুবরাজের সেঞ্চুরিতে পুনরূজ্জীবন পেল ভারত


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৭, ০৪:৪৫ পিএম
যুবরাজের সেঞ্চুরিতে পুনরূজ্জীবন পেল ভারত

১৪তম সেঞ্চুরি তুলে নিলেন যুবরাজ সিংহ। ইংল্যান্ডের বিপক্ষে এটি তার চার নম্বর সেঞ্চুরি। ১০৭ বলে ১১৬* রানে অপরাজিত আছেন তিনি। ধোনিও তুলে নিলেন হাফ সেঞ্চুরি। ৮৪ বলে ৭১* রানে ব্যাট করছেন তিনি। ২৫ রানেই তিন উইকেট পরে চাপে পরেছিল ভারত। ধোনির অর্ধশতক ও যুবরাজের সেঞ্চুরির উপর ভর করে খেলায় পুনরূজ্জীবন পেল ভারত।

৩৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২১৭ রান। চতুর্থ উইকেটে ১৮৮ রানের রেকর্ড পার্টনারশিপ করলো যুবরাজ ও ধোনি।

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে এ বার সিরিজ দখলে নেওয়াই লক্ষ্য। যদিও বরাবটি স্টেডিয়ামে প্রথম ফিল্ডিংয়ের সুবিধে নিতে পারল না ভারত। টস জিতে সেই সিদ্ধান্ত নিল ইংল্যান্ড।

ব্যাট হাতে শুরুটা এ বারও ভাল হল না টিম বিরাটের। আবারও ফ্লপ দুই ওপেনার। লোকেশ রাহুল পাঁচ ও শিখর ধবন ১১ রানে ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে এসে এদিন আর প্রথম ম্যাচের মতো ভরসা দিতে পারেননি অধিনায়ক বিরাট কোহালিও। আট রান করে ওকসের বলে স্টোকসকে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর