মেসির বার্সা ছাড়ার কারণ সাম্পাওলি!


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৭, ১১:৫৩ এএম
মেসির বার্সা ছাড়ার কারণ সাম্পাওলি!

লিওনেল মেসির বার্সেলোনায় থাকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এই আর্জেন্টাইন তারকাকে বিক্রি করে দিতে পারে বার্সা। 

নতুন করে সন্দেহের সূত্রপাত মেসির একটি সাক্ষাৎকার নিয়ে। ‘‌কোচ’‌ পত্রিকা মেসিকে উদ্ধৃত করে লেখে, ‘‌আমি বারবার বলে আসছি বার্সা আমাকে সব কিছু দিয়েছে। ক্লাব আমাকে যতদিন রাখতে চায়, আমি ততদিন এখানে থাকব।’‌

কিন্তু এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মেসির পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও সাক্ষাৎকারই দেওয়া হয়নি। অনেকেই সন্দেহ করছেন, যদি মেসির বার্সায় থাকাটা সত্যিই নিশ্চিত হত, তাহলে তড়িঘড়ি সাক্ষাৎকার না দেওয়ার কথা জানানো হল কেন। যে প্রশ্নটা বারবার উঠছে, মেসি-বার্সা সমস্যাটা ঠিক কোথায়?‌

ভেতরের খবর, মেসি শুধু বিপুল টাকার চুক্তিতে সন্তুষ্ট নন। তিনি চাইছেন, মতামত দেওয়ার ক্ষমতা। কোচ নির্বাচনের সময়, প্রার্থীকে যদি পছন্দ না হয়, যাতে তিনি নিজের পছন্দ জানাতে পারেন, সেটাই ক্লাবকর্তাদের কাছে দাবি করেছেন। সেভিয়ার কোচ জর্জে সাম্পাওলিকে নিয়ে বরাবরই আগ্রহী মেসি। বেশ কিছুদিন ধরেই এনরিকের পরিবর্ত হিসেবে সাম্পাওলিকে বার্সার কোচ করে আনা হোক, চাইছেন। মেসির এই দাবিই বলুন আর শর্ত, তা নিয়ে দোটানায় পড়ে গেছেন বার্সার কর্মকর্তারা।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর