এখনই অবসর নয়: এবি ডি ভিলিয়ার্স


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৭, ০৭:৫৮ পিএম
এখনই অবসর নয়: এবি ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কনুইয়ের ইনজুরি থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি অভিজ্ঞ মারকুটে এই ব্যাটসম্যান। তবে তার অবসরের গুজবকে নাকচ করে দিয়েছেন তিনি।

সম্প্রতি ডি ভিলিয়ার্স জানান, তার লক্ষ্য এখন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। এর পরেই দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে তিনি অবসর নিতে পারেন বলে চারদিকে গুজব ছড়ায়। তবে তা নিজেই নাকচ করে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। আমি কোনো ফরম্যাটেই অবসর নিচ্ছি না। আর এটাই নিশ্চিত। ' ডি ভিলিয়ার্স আরও বলেন, 'আমার লক্ষ্য অবশ্যই ২০১৯ বিশ্বকাপ। আমি এই শিরোপাটি জিততে চাই।

গত বছরের জানুয়ারির পর সাদা পোশাকে আর দেখা যায়নি সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে হাশিম আমলার উত্তরসূরি হিসেবে অধিনায়ক হন তিনি। তবে জুলাইয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়েন।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০৬টি টেস্ট খেলেছেন ডি ভিলিয়ার্স। যেখানে ৫০.৪৬ গড়ে ৮ হাজার ৭৪ রান করেছেন। আছে ২১টি সেঞ্চুরির সঙ্গে ৩৯টি হাফসেঞ্চুরি।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর