যে কারণে কখনো শচীনের সমান হতে পারবেন না কোহলি!


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ০৮:১১ পিএম
যে কারণে কখনো শচীনের সমান হতে পারবেন না কোহলি!

ভারতীয় ক্রিকেটের শেষ কথা এখন বিরাট কোহলি। মাঠে তাঁর ব্যাট কথা বলে। যে কথার দাপটে অহরহ চুপ হয়ে যায় প্রতিপক্ষ। উইকেটে তিনি একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ঝড় তুলতে ভালবাসেন। অধিনায়কের মুকুট মাথায় নিয়েও সেরা কাজটা করে যান। দেশকে নেতৃত্ব দেওয়ার চাপ তাঁর খেলায় কোনও প্রভাব ফেলতে পারেনা। তার উদাহরণ টেস্ট সিরিজ থেকে শুরু করে গতকালের ওয়ানডে পর্যন্ত। এ হেন কোহলিকে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করার জন্য শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হয়।

ক্রিকেট বোদ্ধাদের একাংশ মনে করে, এইভাবে খেলতে থাকলে ভবিষ্যতে মাস্টার-ব্লাস্টারকেও ছাপিয়ে যাবেন বিরাট। রেকর্ডের দিক থেকে তো বটেই, খেলার দিক থেকেও। বলা বাহুল্য, শচীন ভক্তরা আবারএ কথা মানতে নারাজ। তাই তর্ক-বিতর্ক চলতেই থাকে।

কিন্তু সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বয়ং কোহলিই জানিয়েছেন একটা ব্যাপারে তিনি হয়তো শচীনকে ছাপিয়ে যেতে পারবেন না কখনই। আর সেটা হল ‘নাম্বার অফ গেমসে।’ অর্থাৎ শচীন যতগুলো ম্যাচ খেলেছেন তাঁর দীর্ঘ ক্রিকেটজীবনে, কোহলি বিশ্বাস করেন ততগুলো তিনি খেলে উঠতে পারবেন না।

কোহলি বলেন, ‘ও (শচীন) যা করে গিয়েছে, তা অতিক্রম করা সত্যিই কঠিন। আমি হয়তো ওর মতো অত বয়স পর্যন্ত খেলতেই পারব না। এর অন্যতম কারণ হল, আজকাল আমরা যে পরিমাণ ক্রিকেট খেলি, তাতে অতদিন পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া কঠিন। ওর ১০০টা সেঞ্চুরিকে টপকানো একরকম অসম্ভব এখনকার যে কোনও ব্যাটম্যানের পক্ষে। তবে এইটকু বলতি পারি, যতদিন আমি খেলব, ভারতীয় ক্রিকেটকে দায়িত্বসহকারে এগিয়ে নিয়ে যাব’।

কোহলি ভক্তরা অবশ্য এর মধ্যে বাজে কিছু দেখছেন না। তাঁদের প্রিয় ক্রিকেটারের এমন বক্তব্যের পরে অনেকেই স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘বিরাট যেটা সত্যি, সেটাই বলেছে। বরং এর মধ্যে দিয়ে স্পষ্ট হয় এটাই যে কোহলি শুধুমাত্র একজন বড় ব্যাটসম্যানই নন, একই সঙ্গে একজন বড় মানুষও’।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর