ক্রিকইনফোর সেরা বোলারের তালিকায় মাশরাফি


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৭, ০৩:৪২ পিএম
ক্রিকইনফোর সেরা বোলারের তালিকায় মাশরাফি

নির্দিষ্ট একটি ম্যাচকে কেন্দ্র করে ২০১৬ সালের সেরা দশ বোলারের তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গেল বছরে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। যার দ্বিতীয়টিতে ৩৪ রানের জয় পায় স্বাগতিকরা। ওই ম্যাচেই জয়ের নায়ক ছিলেন মাশরাফি। মাত্র ২৯ রান খরচ করে চার উইকেট তুলে নিয়ে জয় এনে দিয়েছিলেন নিজের দলকে।

সেরা দশ বোলারের তালিকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ওই ম্যাচের কারণেই জায়গা হয়েছে সফলতম এই অধিনায়কের। বাকি নয়জনের মধ্যে চারজনই অস্ট্রেলিয়ার। মজার ব্যাপার হলো, এই তালিকায় রয়েছেন জেক বল, যিনি বাংলাদেশের বিপক্ষে ওই একই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কারণে সেরা দশ বোলারের তালিকায় জায়গা পেয়েছেন।

ক্রিকইনফোর চোখে সেরা দশ বোলারের তালিকা

কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)

সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)

ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)

মিশেল মার্স (অস্ট্রেলিয়া)

জেমস ফকনার (অস্ট্রেলিয়া)

জন হস্টিংস (অস্ট্রেলিয়া)

অমিত মিশ্র (ভারত)

অমিলা অপনসো (শ্রীলঙ্কা)

জেক বল (ইংল্যান্ড)

মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ)

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

খেলা বিভাগের আরো খবর