দঃ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের টার্গেট ২৫২ রান


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৭, ০২:৫৯ পিএম
দঃ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের টার্গেট ২৫২ রান

কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার মহিলা ক্রিকেট দলের পাঁচ ম্যাচ ওয়ান্ডে সিরিজের প্রথম ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভার ৩ উইকেটের বিনিময়ে ২৫১ রান সংগ্রহ করে। জয়ের জন্য বাংলাদেশ মহিলা দলের টার্গেট ২৫২ রান।

আজ সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রুমানা আহমেদ।

আগে ব্যাট করতে নেমে নিজেদের শুরুটা দুদান্ত হয় দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথম উইকেট জুটিতে তারা করেন ১২২ রান। দক্ষিণ আফ্রিকার ওপেনার লিজলি লি সর্বোচ্চ ৮৭ রান করেন। ৭১ বলে ৬ চার ও ৭ ছক্কায় এ ইনিংসের পর নাহিদা আক্তারের বলে পান্না ঘোষের হাতে ধরা পড়েন তিনি। আরেক ওপেনার আন্দ্রেয়া স্টেইন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান । এছাড়া ৬২ রানে অপরাজিত ছিলেন মাগনুন ডু পেরেজ।

বাংলাদেশের হয়ে সালমা খাতুন ৩০ রানের বিনিওময়ে ২টি উইকেট পান। স্বাগতিকদের হয়ে বাকি উইকেটটি নেন নাহিদা খাতুন ৪৫ রানের খরচায়।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি।

গো-নিউজ২৪/বিএস

খেলা বিভাগের আরো খবর