বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দাপট দেখাল ‍‍`বৃষ্টি‍‍`


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৬, ০৩:৪৪ পিএম
বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দাপট দেখাল ‍‍`বৃষ্টি‍‍`

বড়দিনের আনন্দ ভাগাভাগি করেই আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া-পাকিস্তান। অন্যরকম এক রোমাঞ্চ, অন্যরকম এক অনুভূতি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৩৫ হাজার দর্শকের সমাগম। কিন্তু সব রোমাঞ্চ কেড়ে নিল বেরসিক বৃষ্টি।
 

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দাপট দেখাল বৃষ্টি। সোমবার প্রথম দিন দুই দলের লড়াই হলো মাত্র ৫০.৫ ওভারের। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৪ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টির বাধায় একটি বলও মাঠে গড়ায়নি।
 

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ওপেনার সামি আসলাম স্পিনার নাথান লায়নের বলে স্লিপে ক্যাচ দেন মাত্র ৯ রানে। দ্বিতীয় উইকেটে দলকে ৬০ রান পর্যন্ত টেনে নেন আজহার আলী ও বাবর আজম। এরপর বাবর আজমকে ফিরিয়ে দিয়ে জস হ্যাজেলউড অসিদের দ্বিতীয় উইকেটের স্বাদ দেন।

মধ্যাহ্ন বিরতির পর সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ ইউনুস খান (২১)। বার্ডের বলে বোল্ড হন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হককেও বেশিক্ষণ টিকতে দেননি পেসার বার্ড। উইকেটের ওপরের বল অনসাইডে ফ্লিক করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন মিসবাহ (৪)।
 

সতীর্থদের হারালেও আজহার আলী একাই প্রতিরোধ গড়ে তোলেন। তুলে নেন ক্যারিয়ারের ২৫তম হাফসেঞ্চুরি। পাশাপাশি ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এ বছর টেস্টে হাজার রানের মাইলফলক অতিক্রম করেন আজহার। মিসবাহ ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো আসাদ শফিক। তাকে নিয়ে দিনের বাকিটা সময় কাটান আজহার। আজহার ৬৬ ও শফিক ৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর