হোয়াইটওয়াশ নিউজিল্যান্ডকে পাচ্ছে বাংলাদেশ


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৬, ১০:৩২ এএম
হোয়াইটওয়াশ নিউজিল্যান্ডকে পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজের আগে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো কিউইরা। চ্যাপেল-হ্যাডলি ট্রফি ৩-০ ব্যবধানে জিতে নিল অজিরা।

২০০৭ সালে দেশের মাটিতে তৃতীয় চ্যাপেল-হ্যাডলি ট্রফির তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিলো নিউজিল্যান্ড। এবার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং নৈপুন্যে কিউইদের সেই লজ্জা ফিরিয়ে দিলো অসিরা। ওয়ার্নারের শতকে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১১৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১১ রানের মধ্যে ওপেনার অ্যারন ফিঞ্চ ও স্মিথ ফিরে যান। ফিঞ্চ ৩ ও স্মিথ শুন্য রানে ফিরেন। অবশ্য পরের দিকের ব্যাটসম্যানরাও খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটে চড়ে রানের চাকা চলছিলো অস্ট্রেলিয়ার।

দলের জন্য রান যোগার করতে গিয়ে নিজের ৯৫ বলেই সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এসময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩৭ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১৭১ রান। চলতি বছর এটি সপ্তম সেঞ্চুরি ছিলো ওয়ার্নারের। ফলে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে স্পর্শ করেন তিনি।

তিন অংকে পা দিয়েই থামেননি ওয়ার্নার। দলকে বড় স্কোরের পথে নিয়ে গেছেন তিনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ২৬৪ রানে পৌছে দিয়ে ইনিংসের শেষ বলে রান আউটের ফাঁদে পড়েন ওয়ার্নার। আউট হবার আগে ওয়ার্নারের নামের পাশে জ্বলজ্বল করছিলো ১৫৬ রান। ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির ইনিংসে ১২৮ বল মোকাবেলা করে ১৩টি চার ও ৪টি ছক্কা মারেন ওয়ার্নার। নিউজিল্যান্ডের পক্ষে পেসার ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকে ভালোভাবেই এগোচ্ছিলো নিউজিল্যান্ড। ৪৪ রানে প্রথম উইকেট হারানোর পর ১৩ ওভারে ৭১ রানেও পৌছে যায় তারা। কিন্তু এরপরই নিউজিল্যান্ড ইনিংসে ব্যাটিং ধস নামে। সেই ধস আর কোন ব্যাটসম্যানই রুখতে পারেনি। ফলে ৭৩ রানের ব্যবধানে শেষ ৯ উইকেট হারিয়ে ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার।

বিদেশের মাটিতে জয়ের চ্যালেঞ্জ নিয়ে গতকালই প্রথম দফায় অস্ট্রেলিয়া গেছে টিম টাইগার। আগামীকাল শনিবার দ্বিতীয় দফায় বাকীরা যাবে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে হোয়াইটওয়াশ হওয়া কিউইদের থেকে নিশ্চয়ই এগিয়ে থাকবে টিম টাইগার। সব বিভাগে নিজেদের সর্বোচ্চটা উজার করে দিলে বিদেশের মাটিতে জয় তুলে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করার সুবর্ণ সুযোগ মাশরাফি-মুশফিক বাহিনীর সামনে।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর