বাংলাদেশের নতুন ক্রিকেটারদের নিয়ে যা বললেন সাঙ্গাকারা


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৬, ০৮:৫০ এএম
বাংলাদেশের নতুন ক্রিকেটারদের নিয়ে যা বললেন সাঙ্গাকারা

টাইগার তরুণ ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। বিপিএলের ফাইনালের ম্যাচসেরা হয়েছেন সাঙ্গাকারা। লঙ্কান গ্রেট বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা-সামর্থ্য আর উন্নতিতে মুগ্ধ।

পাশাপাশি তার মনে শঙ্কাও। আগামী বছরের শুরুতে যে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সিরিজটি শ্রীলঙ্কার জন্য অনেক কঠিন হবে বলে মনে করছেন সাঙ্গাকারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাঙ্গাকারা বললেন, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা কতটা দারুণ, এটা দেখে আমি কিছুটা শঙ্কিত। সামনে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কার জন্য সিরিজটি কঠিন হবে। বাংলাদেশের ফাস্ট বোলারদের রসদ সমৃদ্ধ হয়েছে, স্পিনারদের রসদ সমৃদ্ধ হয়েছে।’

‘বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসে অনেক পরিবর্তন এসেছে। তরুণ ব্যাটসম্যানরা যেভাবে উঠে আসছে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। সীমিত ওভারের জন্য দারুণ সব ক্রিকেটার আছে এখন। তবে সবাইকে এখন টেস্টে আরো ভালো করতে হবে। আশা করি বাংলাদেশের ক্রিকেটে আরো অনেক ইতিবাচক কিছু হবে।’

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর