স্টেডিয়াম বানিয়ে রেকর্ড গড়তে চলেছে ভারত


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৬, ১২:০৫ এএম
স্টেডিয়াম বানিয়ে রেকর্ড গড়তে চলেছে ভারত

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া নয়, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি এবার তৈরি হচ্ছে এ ভারতে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তবনায় নির্মাণ করা হবে এই স্টেডিয়াম৷

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সুত্রে জানা যায়, আসন সংখ্যার নিরিখে আহমেদাবাদে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামটি৷ যেখানে এক লক্ষ ১০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন৷ জিসিএ-র সহ-সভাপতি পরিমল নাথওয়ানি জানান, “পুরনো স্টেডিয়ামটিকেই ঢেকে সাজানো হবে৷ সেই মতো কাজ শুরুও হয়ে যাচ্ছে৷

L & T কোম্পানিকে স্টেডিয়াম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷ আসন সংখ্যার পাশাপাশি মাঠে উপস্থিত দর্শকদের জন্য থাকবে উন্নত মানের পার্কিংয়ের বন্দোবস্ত৷ তৈরি হবে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত বক্স, ফ্যান-জোনও৷ সিজিএ সভাপতি অমিত শাহর তত্ত্বাবধানে মোদির স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হতে খুব বেশি সময় লাগবে না৷ আগামী দু’বছরের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হবে বলেই জানানো হয়েছে৷

আসন সংখ্যার দিক থেকে এতদিন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের তকমা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গায়েই চাপানো ছিল৷ যার আসন সংখ্যা এক লক্ষ ২৪৷ এবার তাকেও ছাপিয়ে যাবে মোতারার এই স্টেডিয়াম৷

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর