বিপিএলের সেরা খেলোয়ার মাহমুদুল্লাহ


প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৬, ১০:৪৪ পিএম
বিপিএলের সেরা খেলোয়ার মাহমুদুল্লাহ

প্রথম দুই বিপিএলের সেরা হয়েছিলেন সাকিব আল হাসান। তৃতীয় আসরের সেরা হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি রিক্রুট আসহার জাইদি। এবার আবারও দেশের ক্রিকেটারের হাতেই উঠলো বিপিএল সেরার পুরস্কার। এবার বিপিএলের চতুর্থ আসরের সেরা হলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার অনেক আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছিল খুলনা টাইটান্স। আস্থার প্রতিদান ষোল-আনা পূর্ণ করেছেন জাতীয় দলের এ তারকা। খুলনাকে প্লে’অফ পর্যন্ত নিয়ে এসেছেন মাহমুদউল্লাহ ‘একাই’।

খুলনার সাফল্যের শতভাগ কৃতিত্ব মাহমুদউল্লাহ রিয়াদেরই। অধিনায়কত্ব করেছেন, ব্যাটে রান করেছেন, বল হাতে উইকেট পেয়েছেন। সব মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ সবার সেরা। সাফল্যের সেরার মুকুটও পেয়েছেন। হয়েছেন বিপিএলের চতুর্থ আসরের সেরা ক্রিকেটার।

১৪ ম্যাচে রিয়াদের ব্যাট থেকে এসেছে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৬ রান। এছাড়া বল হাতে ১০ উইকেট ও ফিল্ডিংয়ে ৬ ক্যাচও নিয়েছেন খুলনার অধিনায়ক। তামিমের মত সর্বাধিক ৪টি ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ডলার। অস্ট্রেলিয়ায় ক্যাম্পে যোগ দেওয়ায় মাহমুদউল্লাহ ফাইনালে ছিলেন না। তার পরিবর্তে পুরস্কার নিয়েছেন খুলনা টাইটান্সের পরামর্শক হাবিবুল বাশার সুমন।

মাহমুদউল্লাহ বাদে সেরার তালিকায় খুব বেশি নাম ছিল না। দেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন তামিম ইকবাল, বিদেশিদের মধ্যে সামিত প্যাটেল। তামিম ইকবাল এবারের বিপিএলে সর্বাধিক রান সংগ্রহ করেছেন। ১৩ ম্যাচে ৪৩.২৭ গড়ে তামিমের রান ৪৭৬। হাঁকিয়েছেন রেকর্ড ৬টি হাফসেঞ্চুরিও। চিটাগংকে অসাধারণ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ৪টি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দেশসেরা ওপেনার। ফিল্ডিংয়ে নিয়েছেন ৩টি ক্যাচও। মাহমুদউল্লাহ টুর্নামেন্ট সেরা পুরস্কার পেলেও তামিম ইকবাল ‘মোস্ট ভেলুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন।


ব্যাট-বল হাতে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে চমকে দিয়েছেন রাজশাহীর সামিত প্যাটেল। প্যাটেল ১৩ ইনিংসে ২৭১ রান এবং বল হাতে ১০ উইকেট নিয়েছেন। ম্যাচসেরার তিনটি পুরস্কার উঠেছে ইংলিশ এ ক্রিকেটারের হাতে। প্রথম দুই আসরে এ পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান। সাকিবের পর আসহার জাইদি তৃতীয় আসরে ‍টুর্নামেন্ট সেরার পুরস্কার পান। এবার এ পুরস্কার উঠল মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।

গো নিউজ ২৪/ এস কে 

 

 

খেলা বিভাগের আরো খবর