হারার কারণ জানালেন খুলনার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৬, ০৭:১২ এএম
হারার কারণ জানালেন খুলনার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ

গোটা টুর্নামেন্টেই দলের ব্যাটিংয়ের দায়িত্বটা সমালেছেন তিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আর পারলেন না। তাই দলও হারল ৭ উইকেটে।

সবচেয়ে বড় কথা এই হারের ফলে ফাইনালে ওঠা হলো না খুলনা টাইটান্সের। ১৪ ম্যাচে ৩৯৬ রান করেছেন রিয়াদ। দলের দ্বিতীয় সবোর্চ্চ রান অরিফুলের ২০৩। রিকি ওয়েসেলস করেছেন ১৯৭ রান। এ থেকেই বোঝা যায় ব্যাটিংয়ে কতটা রিয়াদসবর্স্ব দল ছিল খুলনা।

ম্যাচ শেষে হারের জন্য ব্যাটিংটাকেই দুষলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জানালেন, এই পিচে জিততে হলে কমপক্ষে ১৬০ রান করা উচিত ছিল।

রিয়াদ বলেন, `১২৫ রান করে ম্যাচ জেতা খুব কঠিন। গোটা টুর্নামেন্টেই ব্যাটিংটাই ভুগিয়েছে আমাদের।` তবে ফাইনালে উঠতে না পারলেও সতীর্থদের নিয়ে গর্বিত রিয়াদ।

তিনি বলেন, `হারলে খারাপ লাগাটা স্বাভাবিক তবে আমার দল নিয়ে গর্বিত আমি। ছেলেরা দারুণ পরিশ্রম করেছে। এই পর্যন্ত আসাটাও অনেক কিছু।`

নিজের বোলারদের একটু বেশি প্রশংসা করলেন রিয়াদ। বলেন, `ব্যাটিংটা খারাপ করলেও বোলাররা দারুণ করেছে। তাদের জন্যই এই পর্যন্ত আসা।`

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর