নিউজিল্যান্ড সফরে শফিউলের পরিবর্তে রাব্বি


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৬, ১০:০৬ পিএম
নিউজিল্যান্ড সফরে শফিউলের পরিবর্তে রাব্বি

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের মাঝপথ থেকে ছিটকে গেছেন শফিউল ইসলাম।

এই ইনজুরির কারণে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়লেন ডানহাতি এই পেসার। বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরে শফিউলের জায়গায় নেওয়া হয়েছে কামরুল ইসলাম রাব্বিকে।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন শফিউল। তার জায়গায় নিউজিল্যান্ড সিরিজে আমরা কামরুল ইসলাম রাব্বিকে বদলি হিসেবে নিয়েছি।’

তবে টেস্টের আগে সুস্থ হয়ে উঠলে অবশ্যই শফিউলকে বিবেচনা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘গতকাল শফিউল ইনজুরিতে পড়েছে, আজকে আমরা ওর স্ক্যান করিয়েছি, সেখানে যে রিপোর্ট পেয়েছি তাতে তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যেতে পারে সুস্থ হতে। এটা বলা মুশকিল আগে থেকে। তারপরও প্রস্তুতির জন্য ওর পরিবর্তে কামরুল ইসলাম রাব্বিকে নিচ্ছি অস্ট্রেলিয়া ক্যাম্পের জন্য। তবে এর মধ্যে যদি টেস্টের আগে ও রিকভারি করতে পারে ইনজুরি থেকে তাহলে টেস্টের জন্য ওকে বিবেচনা করবো।’

বিপিএলে সময়টা দারুণ কাটছিল। নিজ দল খুলনা টাইটান্সের পাশাপাশি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলেন পেসার শফিউল ইসলামও। ১৩ ম্যাচ থেকে তুলে নিয়েছিলেন ১৮ উইকেট। কিন্তু ইনজুরির ছোবলে মাঠ থেকে ছিটকে গেলেন ডানহাতি এই পেসার। এই ইনজুরি থেকে ফিরতে শফিউলের কমপক্ষে তিন-চার সপ্তাহ সময় লাগবে।

অন্যদিকে, সাদা পোশাকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেও ওয়ানডেতে এখনও অভিষেক ঘটেনি কামরুল ইসলাম রাব্বির। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি বছর জানুয়ারিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পান রাব্বি। কিন্তু সেই সিরিজে রঙিন জার্সিতে অভিষেক ঘটেনি ডানহাতি এই পেসারের। পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক ঘটে রাব্বির। যদিও দুই টেস্ট মিলে মাত্র ১১৪ বল করে মাত্র একটি উইকেট তুলে নিয়েছিলেন তরুণ এই পেসার।

উল্লেখ্য আগামী ৮ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়া উড়াল দিবে বাংলাদেশ দল। সিডনিতে বিগ ব্যাশের দুটি দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবমিলিয়ে প্রায় দশদিনের ক্যাম্প শেষ করে নিউজিল্যান্ড সফরে যাবে মাশরাফি-মুশফিকরা।

নিউজিল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানভির হায়দার।

গো নিউজ ২৪/ এস কে 

 

খেলা বিভাগের আরো খবর