রাজশাহীর টার্গেট ১২৬


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৬, ০৫:৫৭ পিএম
রাজশাহীর টার্গেট ১২৬

বিপিএলে আজ বাঁচা-মরার লড়াই। ফাইনালে ঢাকার প্রতিপক্ষ হওয়ার লড়াই। সেই লড়াইয়ে নামছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।

শুরুতেই বড় একটা ধাক্কা খেয়েছিল খুলনা টাইটানস। মাত্র ১৭ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুর এই ধাক্কা খুব একটা সামলে উঠতে পারেনি মাহমুদউল্লাহর দলটি। প্রতিপক্ষ রাজশাহী কিংসের সামনে লক্ষ্য দাঁড় করিয়েছে মাত্র ১২৫ রান। নয় উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে এই সংগ্রহ গড়ে তারা।

মাঝখানে অধিনায়ক মাহমুদউল্লাহ ও ক্যারিবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান কিছুটা দৃঢ়তা দেখালেও তারা দলকে টেনে নিয়ে যেতে পারেননি খুব একটা বড় স্কোরের পথে। দুজনেই ২২ রান করে নিয়ে সাজঘরে ফিরে গেছেন। পরে অন্য ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার দলে।

ম্যাচে রাজশাহীর বোলাররা যতটা নিয়ন্ত্রত বোলিং করেছেন, খুলনা ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি ছিল নিজেদের উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা। যে কারণে তাঁরা পারেননি বড় কোনো সংগ্রহ গড়তে।

বলহাতে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন রাজশাহীর ইংলিশ অলরাউন্ডার সামিথ প্যাটেল। তিনি চার ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট তুলে নেন। একটি করে উইকেট নেন ক্যাস্ট্রিক উইলিয়ামস, ফরহাদ রেজা, আফিফ হোসেন ও ড্যারেন স্যামি।

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর