সর্বোচ্চ উইকেট শিকারি ব্রাভো


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৬, ০৪:৩২ পিএম
সর্বোচ্চ উইকেট শিকারি ব্রাভো

প্রায় শেষের দিকে বিপিএলের চতুর্থ আসর। বাকি শুধু ফাইনাল মাঠে গড়ানো। আজ দ্বিতীয় কোয়ালিফাইয়ে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। রাজশাহী ৭ উইকেটের বড় জয় দিয়ে চলে গেল বিপিএলের ফাইনালে। আগামী ৯ তারিখ ঢাকার ও রাজশাহী বিপিএল ফাইনাল খেলবে।

এদিকে ব্যাটিং-বোলিংয়ে সেরা কারা তা নিয়ে আলোচনা চলছে। ব্যাটিংয়ে সেরা তামিম ইকবাল। সেরা পাঁচের চার জনই বাংলাদেশি।

অপরদিকে বোলিংয়ে সেরা ক্যারিবীয় বোলিং ম্যাজিক ডি.জে. ব্রাভো। ব্যাটিংয়ে টাইগারদের প্রাধান্য থাকলেও বোলিংয়ে বিদেশি তারকাদের আধিক্য বেশি। শীর্ষ পাঁচের চারজনই বিদেশি।

১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে শীর্ষে ওয়েস্ট-ইন্ডিস টি-২০ তারকা ডি.জে. ব্রাভো। দুই ম্যাচ বেশি খেলে সমান ২০ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে খুলনার জুনায়েদ খান।

এক নজরে বিপিএলের শীর্ষ ৫ বোলার : 

ক্রম

খেলোয়াড়

দল

ম্যাচ

ইনিংস

রান

উইকেট

সেরা বোলিং

ডি.জে. ব্রাভো

ঢাকা

১২

১২

৩১৫

২০

৩/২৭ 

জুনায়েদ খান

খুলনা

১৪

১৪

৩২১

২০

৪/২৩

মোহাম্মাদ নবী

চিটাগাং

১৩

১৩

২৮৫

১৯

৪/২৪

শফিউল ইসলাম

খুলনা

১৩

১২

৩৩১

১৮

৪/১৭

শহীদ আফ্রিদি

রংপুর

১১

১১

২৫৪

১৭

৪/১২

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর